নিয়ম না মেনেই ভগ্নিপতিকে চাকরি? জেলাতেও উঠছে স্বজনপোষণের অভিযোগ
ODD বাংলা ডেস্ক: প্রাথমিক এবং SSC নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক সংসদ অফিসের চেয়ারম্যানের বিরুদ্ধে উঠল স্বজন পোষণের অভিযোগ।সংসদ কর্মচারী ঐক্যমঞ্চের সদস্যদের তরফে যে মূল অভিযোগ তোলা হয়েছে তা হল, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে প্রধান সহায়ক পদে অনৈতিকভাবে নিযুক্ত করা হয়েছে বর্তমান শিক্ষা সংসদের সভাপতি তরুণ কুমারের ভগ্নিপতি রাধাকান্ত দেবনাথকে। অভিযোগ, সরকারি পদোন্নতির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ২৫৩ এস ই ২০০৭ কে মান্যতা দেওয়া হয়নি এক্ষেত্রে।
Post a Comment