Facebook DP বদলে ফেললেন নরেন্দ্র মোদী!


ODD বাংলা ডেস্ক:  কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের প্রোফাইল পিকচার বদলে ফেললেন তিনি। মঙ্গলবার থেকে নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপিতে দেখা যাবে ভারতের জাতীয় পতাকার ছবি। আগামী ১৫ অগাস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত এই নয়া প্রোফাইল পিকচারই ব্যবহার করবেন তিনি।উল্লেখ্য, গত রবিবারই 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২ অগাস্ট থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলে ফেলবেন তিনি। নিজের ছবির বদলে তেরঙ্গা পতাকার ছবি ডিপি হিসেবে ব্যবহার করবেন। কেবল নিজেই নয়, সমস্ত দেশবাসীকে তিনি জাতীয় পতাকার ছবি ডিপি হিসেবে ব্যবহার করার আর্জি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.