পাকিস্তানের বন্যা পরিস্থিতি দেখে ব্যথিত নমো, সাহায্যের প্রক্রিয়া নিয়ে শুরু আলোচনা


ODD বাংলা ডেস্ক: পাকিস্তানের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম বার বিবৃতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক। তবে পাকিস্তানকে সাহায্যদান নিয়ে কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী।বন্যাবিধ্বস্ত পাকিস্তান আন্তর্জাতিক সাহায্যের জন্য প্রার্থনা করেছে। সেখানে ভারত সাড়া দেবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও সাহায্যের প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.