নেই টেলিপ্রম্পটার! লালকেল্লায় মোদী বক্তব্য রাখলেন কাগজে লেখা নোট দেখেই
ODD বাংলা ডেস্ক: লালকেল্লার ফটক থেকে টেলিপ্রম্পটার সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরলেন কাগজে লেখা নোটে। ঠিক যেমনটা তাঁকে দেখা যেত গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন।এই নিয়ে নবম বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু এ বারের বক্তৃতা শুরু থেকেই ছিল একটু অন্য রকম। ইদানীং যে টেলিপ্রম্পটার ব্যবহারে অভ্যস্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী, ৭৬ তম স্বাধীনতা দিবসে মোদীকে দেখা গেল তা ছেড়ে কাগজে লেখা নোটে ফিরতে।এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে কাগজে লেখা নোট নিয়েই ভাষণ দিতে দেখা যেত। কিন্তু সাম্প্রতিক কালে টেলিপ্রম্পটার ব্যবহার করতেই স্বচ্ছন্দ ছিলেন তিনি।
Post a Comment