এক দিনে ৮০ হাজার দর্শক! ফ্রি-তে তাজমহল দেখার ভিড় সামলাতে লাঠি হাতে নামল পুলিশ

ODD বাংলা ডেস্ক: ১৫ অগস্ট পর্যন্ত বিনামূল্যে তাজমহল দেখার সুযোগ দিয়েছে প্রশাসন। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাননি পর্যটকরা। প্রতি দিন ২৫ হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। কিন্তু শনিবার সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। তাদের দাবি, এই এক দিনে ৭০-৮০ হাজার মানুষ তাজমহল দর্শনে এসেছিলেন। তাজমহল দেখার জন্য এক কিলোমিটারের বেশি লাইন ছিল পর্যটকদের।ভিড় এতটাই বেশি ছিল যে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি হাতে নামতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.