'দেশি গার্ল'-কে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে চাইছেন বিয়ার গ্রিলস!


ODD বাংলা ডেস্ক:  তারকাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান বিয়ার গ্রিলস। তাঁর শো ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, ওটিটির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। তাঁর এই রিয়ালিটি শো-এ বরাবরাই দেখা গেছে পুরুষ তারকাদের। তবে এবার কোনও পুরুষ তারকা নয়, এবার এক মহিলা তারকাকে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস। আর সেই পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও গিয়েছিলেন বিয়ারের শোয়ে। এবার তিনি সঙ্গী হিসাবে চান প্রিয়াঙ্কাকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা অনবদ্য। ওঁর স্বামী একবার আমার অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিলেন, খুবই ভালো ছেলে। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং মানুষ ওঁর গল্প শুনতেও ভালোবাসবেন।’ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.