ধর্মঘটের ডাক দিল ইউনিয়নের, থমকে পুষ্পা ২-র শ্যুটিং
ODD বাংলা ডেস্ক: ধর্মঘটের ডাক দিয়েছে তেলুগু সিনে ইন্ডাস্ট্রির প্রোডিউসরস ইউনিয়ন। যার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে Pushpa: The Rise-এর সিক্যুয়েল Pushpa: The Rule-এর শ্যুটিং। অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকেই এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, যতদিন পর্যন্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোডিউসরস ইউনিয়নের ধর্মঘট মিটছে না ততদিন পর্যন্ত বন্ধ থাকবে Pushpa: The Rule-এর শ্যুটিং। শ্যুটিং স্থগিত রাখার খবরে মন ভেঙেছে ভক্তদের।সুত্রের খবর, পরিচালক সুকুমার জানিয়েছেন, খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। সম্ভবত সেপ্টেম্বর থেকে সিনেমার শ্যুটিং শুরু করতে পারবেন বলে আশাবাদী পরিচালক।
pushpa-2-shooting-on-hold-due-to-telugu-producers-strike
Post a Comment