‘ধর্মযুদ্ধ’ সরিয়ে ‘বিসমিল্লা’কে নন্দনে জায়গা করে দিলেন রাজ, আপ্লুত ইন্দ্রদীপ


ODD বাংলা ডেস্ক: নন্দনে স্লট পাওয়া নিয়ে টলিউড পরিচালকদের দ্বন্দ্বের উদাহরণ আগে পাওয়া গিয়েছে বহুবার। সেই জায়গায় দাঁড়িয়েই নয়া দৃষ্টান্ত উপস্থাপন করলেন রাজ চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। সপ্তাহ ঘুরলেও নন্দনে ঠাঁই পায়নি ইন্দ্রদীপের ‘বিসমিল্লা’। ওদিকে সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে গত ২ সপ্তাহ ধরে চলছে রাজের ‘ধর্মযুদ্ধ’। এত প্রশংসা কুড়নোর পরও এক সপ্তাহ বাদে কেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের ছবি নন্দনে জায়গা পেল না? উঠেছিল প্রশ্ন তুলেই। নেটমাধ্যমে দুঃখপ্রকাশ করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। নন্দন থেকে নিজের ছবি ‘ধর্মযুদ্ধ’ সরিয়ে জায়গা করে দিলেন ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’র জন্য। শুক্রবার থেকে দুপুর ১টায় নন্দনে ‘ধর্মযুদ্ধ’র পরিবর্তে ‘বিসমিল্লা’ দেখা যাবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.