একই পাত্র থেকে জল খাওয়ার ‘অপরাধে’ শিক্ষকের মারে মৃত্যু দলিত পড়ুয়ার


ODD বাংলা ডেস্ক:
একই পাত্র থেকে জল খাওয়ায় ন’বছরের দলিত ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের। পরে হাসপাতালে মৃত্যু ওই ছাত্রের। স্বাধীনতার ৭৫ বছর পরেও এমন ঘটনায় স্তম্ভিত দেশ। রাজস্থানের জালোরের বেসরকারি স্কুলের এই ঘটনায় নিন্দার ঝড়। নিহত ছাত্রের পরিবারের অভিযোগ, গত ২০ জুলাই স্কুলে একই পাত্র থেকে জল খাওয়ার জন্য ওই পড়ুয়াকে ব্যাপক মারধর করেন স্কুলের এক শিক্ষক। ছাত্রের পরিবারের অভিযোগ, তার মুখ ও কানে আঘাতের চোটে সংজ্ঞা হারিয়ে ফেলে সে। অসুস্থ ছাত্রকে প্রথমে জেলা হাসপাতাল এবং সেখান থেকে চিকিৎসার জন্য উদয়পুরে নিয়ে যাওয়া হয়।একাধিক হাসপাতাল ঘুরে আহমেদাবাদে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই পড়ুয়াকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.