বদলে গেল শহরের এই ব্যস্ততম রাস্তার নাম!
ODD বাংলা ডেস্ক: বদলে যাচ্ছে কলকাতার ব্যস্ততম রাস্তার নাম। এবার থেকে আর রুবি নয়, দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই এলাকার নাম হয়ে গেল 'রবী ঠাকুর মোড়'। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। রুবি মোড়ের এই নতুন নামকরণে খুশি শহরের মানুষ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, রুবি মোড়ের নয়া নামকরণের আগে এই এলাকার কোনও নির্দিষ্ট নাম ছিল না। ই এম বাইপাস এবং রাসবিহারির সংযোগস্থলের এই রাস্তার মোড়টিকে রুবি মোড় বলেই চিহ্নিত করা হত।কারণ অবশ্যই বেসরকারি রুবি জেনারেল হাসপাতাল। দীর্ঘদিনের এই হাসপাতালের নামেই এই এলাকাটি অধিক পরিচিত। বর্ধিত কলকাতার অংশ হিসেবে গড়িয়া, বেহালা এবং যাদবপুরকে সংযুক্ত করার পর থেকেই এই এলাকাকে রুবি মোড় বলা হয়।
কলকাতা পুরসভার নাম নির্ধারিক কমিটির তরফে রুবি মোড়ের নয়া নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখার প্রস্তাব আসে। একাধিকবার এই প্রস্তাব বাস্তবায়নে বৈঠক করেন পুর আধিকারিকরা। রাস্তার নাম নির্ধারণ কমিটির সঙ্গে তাঁরা বিস্তারিত আলোচনা করেন। কমিটির চেয়ারম্যান কবি জয় গোস্বামীর নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রানী সেন, সৈকত মিত্র, বেল ভিউ ক্লিনিকের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ টন্ডন, শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই রাস্তার নামকরণ করার সিদ্ধান্ত নেন। বিশ্বকবির নাম প্রস্তাব হিসেবে আসায় আর কোনও দ্বিমত পোষণ করেননি কমিটির কেউই।
কেবলমাত্র নামকরণই নয়, রুবি মোড় অর্থাৎ 'রবী ঠাকুর' ক্রসিংয়ে ট্রাফিক সিগনালে নিয়মিত বাজবে রবীন্দ্রসংগীতও। এমনটাই জানিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। আগামী ৭ অগাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবসের দিন আনুষ্ঠানিকভাবে এই রবী ঠাকুর মোড়ের নাম ঘোষণা করা হবে। সেইদিন ওই এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রাস্তার ঠিক মোড়ে একটি এই নামে একটি স্মারকের উন্মোচনও করা হবে ওইদিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
Post a Comment