ব্যাপক মুল্যবৃদ্ধির ইঙ্গিত, ডলারের তুলনায় আরও নীচে টাকা!

ODD বাংলা ডেস্ক: ভারতের আর্থিক ব্যবস্থার জন্য ফের একবার দুঃসংবাদ। আজ সকালের আন্তর্জাতিক বাণিজ্যে ফের একবার টাকার দামে পতন দেখা দিয়েছে। যার ফলে আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। সাধারণ নাগরিকদেরও দুর্ভোগ বাড়তে পারে।আজ সকালের আন্তর্জাতিক বাণিজ্যে এক মার্কিন ডলারের তুলনায় টাকার দর গিয়ে ঠেকেছে ৭৯.৮৮ এ। কালকের পর আজ ফের পড়েছে টাকার দর। সপ্তাগের দ্বিতীয় দিনে টাকার দরপতনে হল ৪ পয়সা। পতন সামান্যই। তবে নাগাড়ে এই পতন সমস্যা তৈরি করতে পারে দেশের অর্থব্যবস্থার জন্যে। 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.