প্রাইভেট টিউশন নিয়ে কড়া পদক্ষেপ, ২০০ শিক্ষককে নোটিশ ধরাল স্কুল শিক্ষা কমিশন


ODD বাংলা ডেস্ক: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। নোটিশ পাঠান হল, ৪৫টি স্কুলে। এই নিয়ে আগেও বারবার সতর্ক কড়া হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। আর এবার আরও কড়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা কমিশন।কিছুদিন আগেই ব্রাত্য বসু এই নিয়ে বৈঠক করেন। সরকারি স্কুলের শিক্ষকরা পড়াতে পারবেন না প্রাইভেট টিউশন। আর এবার স্কুল ধরে ধরেই নোটিশ গেল। দমদম, বেলঘরিয়া, আগরপাড়া, খড়দহ – এই এলাকার স্কুলগুলিতে পাঠানো হয়েছে নোটিশ। যদিও বা SSC আন্দোলনকারীদের তরফে আগেই জানানো হয়েছিল, সরকারি স্কুলের শিক্ষকদের কারণে মুশকিলে পড়ছেন তারাও। টিউশন করতে অসুবিধা হচ্ছে তাঁদের।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.