ভারতে পুরুষদের তুলনায় নারীদের শয্যাসঙ্গী বেশি!

 


ODD বাংলা ডেস্ক: ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় গড়ে শয্যাসঙ্গীর সংখ্যা বেশি নারীদের। এমনই বলছে পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা বা (এনএফএইচএস)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে পুরো দেশে চালানো জনস্বাস্থ্য সংক্রান্ত এই সমীক্ষায় উঠে এসেছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের স্বাস্থ্য ও পরিবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

এক লাখ ১০ হাজার নারী ও এক লাখ পুরুষের উপর করা এই সমীক্ষা বলছে, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরল, লক্ষদ্বীপ, পুদুচেরি ও তামিলনাড়ুতে গড় শয্যাসঙ্গীর নিরিখে পুরুষদের থেকে এগিয়ে নারীরা। 


সমীক্ষা অনুসারে, যেসব রাজ্যে পুরুষের চেয়ে যৌনসঙ্গীর সংখ্যা এগিয়ে নারীরা-


আসাম

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে ১.৮ জন নারীর সঙ্গে যৌনসম্পর্ক হয়। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.১ জন পুরুষের সঙ্গে।


হরিয়ানা

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৫ জন নারীর। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন পুরুষের সঙ্গে।  


জম্মু এবং কাশ্মির

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.১ জন নারীর সঙ্গে। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৫ জন পুরুষের সঙ্গে। 


কেরালা

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.০ জন নারীর। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৪ জন পুরুষের। 


মধ্যপ্রদেশ

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৬ জন নারীর। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.৫ জন পুরুষের। 


রাজস্থান

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন নারীর। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ৩.১ জন পুরুষের।  


তামিলনাড়ু

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন নারীর। গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.৪ জন পুরুষের। 


সমীক্ষা অনুসারে, এই বিষয়ে সবচেয়ে এগিয়ে রাজস্থানের নারীরা। রাজস্থানে নারীদের গড় শয্যাসঙ্গীর সংখ্যা ৩.১ জন, পুরুষদের ক্ষেত্রে সঙ্গীর সংখ্যা ১.৮ জন।


তবে স্ত্রী বা লিভ-ইন সঙ্গী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার নিরিখে সামগ্রিক ভাবে নারীদের থেকে এগিয়ে পুরুষরাই। সমীক্ষার পূর্ববর্তী ১২ মাসে গড়ে ৪ শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন। অন্য দিকে, স্থায়ী সঙ্গীর বাইরে শারীরিক সম্পর্কে জড়ানো নারীর সংখ্যা ০.৫ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.