নিজেদের Sexual Performance ব্যাপারে একেবারে সন্তুষ্ট নন এরা, এই কারণে দেখা দেয় হতাশা



 ODD বাংলা ডেস্ক: কেউ বিয়ের আগে শারীরিক মিলনে স্বচ্ছন্দ্য তো কারও কাছে বিয়ের আগে এমন কর্মকাণ্ড ঘটানো অন্যায়। আজ যৌন মিলন বা যৌন সক্ষমতা প্রসঙ্গে রইল বিশেষ মত। শাস্ত্রে উল্লেখ আছে তিন রাশির কথা। এরা নিজেদের যৌন ক্ষমতা নিয়ে একেবারেই খুশি নন।


সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অংশ হল শারীরিক মিলন। অনেকে মনে করেন, শারীরিক মিলনের পর নাকি একে আপরকে আরও ভালো করে চিনতে পারেন। এই নিয়ে সকলের মানসিকতা ভিন্ন। কেউ বিয়ের আগে শারীরিক মিলনে স্বচ্ছন্দ্য তো কারও কাছে বিয়ের আগে এমন কর্মকাণ্ড ঘটানো অন্যায়। আজ যৌন মিলন বা যৌন সক্ষমতা প্রসঙ্গে রইল বিশেষ মত। শাস্ত্রে উল্লেখ আছে তিন রাশির কথা। এরা নিজেদের যৌন ক্ষমতা নিয়ে একেবারেই খুশি নন। 


কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা বিছানায় নিজেদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট থাকেন। এরা নিজেদের যৌন সক্ষমতা নিয়ে অসন্তুষ্ট থাকেন। 


বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা বিছানায় সব থেকে বেশি আত্মবিশ্বাসী থাকেন। তবে, নিজের পারফরমেন্সের ব্যাপারে সন্তুষ্ট হন না। এদের সব সময় আরও ভালো করার চেষ্টা করে থাকেন। 


মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। তবে, যৌন মিলন নিয়ে এদের নানান ধারণা আছে। যা সকলের সঙ্গে মিল হয় না। এই রাশির ছেলে মেয়েরা বিছানায় নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হন না। এরা আরও ভালো করতে চান। তবে, এরা কিছুটা অহংকারী স্বভাবের মানুষ হন। এর খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। চিনে রাখুন এদের।   


 সম্পর্ক নিয়ে সকলে মানসিকতা ভিন্ন। কেউ সঙ্গীর ওপর নিজের কতৃত্ব ফলাতে চান, কেউ সঙ্গীর সুখের কথাভ ভাবেন তো কেউ সম্পর্কে ঝগড়া এড়াতে সবার আগে ক্ষমা চান। তেমনই কেউ প্রেম টিকিয়ে রাখতে সব করতে রাজি তো কেউ কঠিন পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকার বদলে পালিয়ে যান। ঠিক এমনই মতোভেদ রয়েছে যৌন মিলন নিয়ে। যৌন মিলন নিয়ে সকলের মানসিকতা আলাদা। কারও কাছে সম্পর্কে বেশি গুরুত্ব পায় শারীরিক মিলন তো কারও কাছে উলটো। এবার থেকে রাশি দেখে বুঝে নিন কার কেমন মানসিকতা। ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, মানের ভাবনা কিংবা আচরণ সম্পর্কে ধারণা তৈরি করতে ভরসা করতে পারেন জ্যোতিষ শাস্ত্রের ওপর।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.