ফের বিয়ের পিঁড়িতে সোহম চক্রবর্তী! হয়ে গেল পাকা দেখাও!
ODD বাংলা ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহম চক্রবর্তী ! পাত্রীও ঠিক, শোনা যাচ্ছে পাকা দেখাও নাকি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী ২ সেপ্টম্বরই নাকি শুভ পরিণয় সোহম-সুস্মিতার। ভাবছেন ব্যাপারটা কী!
এমনিতেই টলিপাড়ার হিরোদের মধ্যে অন্যতম সংসারী নায়ক সোহম। কোন রকমের গসিপ এখনও ছুঁতে পারেনি তাঁকে। স্ত্রী তনয়া ও দুই ছেলেকে নিয়ে সংসার তাঁর। এছাড়াও রয়েছে তাঁর বিধায়কের দায়িত্ব। তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝে থেকেই সময় করে অভিনয় করছেন সোহম।
সম্প্রতি মুক্তি পেয়েছে সোহমের 'শ্রীমতী' ছবিটি। এরপর মুক্তি পাবে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে 'পাকা দেখা' ছবিটি। তার সেই ছবির কথা নিজেই ঘটা করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন অভিনেতা। সোহম ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, আজ আমাদের 'পাকা দেখা' , আগামী ২ সেপ্টেম্বর শুভ পরিণয়, সেদিন আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।
Post a Comment