নিম্নচাপের ফলা! ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, চলবে দিনভর বৃষ্টি
ODD বাংলা ডেস্ক: ফের একবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের দোসর দক্ষিণ মায়ানমারে ঘূর্ণাবর্ত। আর একই জেরে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
নিম্নচাপের জেরে শনিবার বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা। শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। দমকা ঝোড়ো হাওয়ার বইতে পারে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মূলত শুক্র ও শনিবার এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
পাশাপাশি হাওয়া অফিস জানাচ্ছে, এদিন শহর কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু'এক দফা ভারী বৃষ্টিও হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য বাড়বে অস্বস্তিও, জানা যাচ্ছে এমনটাই। তবে উত্তরবঙ্গে নিম্নচাপের সেভাবে কোনও প্রভাব পড়বে না। তাপমাত্রা থাকবে স্বাভাবিক। দিনের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Post a Comment