এশিয়া কাপে বাংলাদেশের 'টেকনিক্যাল কনসালটেন্ট' শ্রীরাম


 বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন 'এশিয়া কাপে সব কিছু বদলে ফেলতে চাচ্ছি' বলার ২৪ ঘণ্টা না পেরোতেই দেশের ক্রিকেট অঙ্গন হয়ে উঠেছে সরগরম। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের কোচিং স্টাফে আসছে নতুন মুখ। দুঃসময় পার করতে থাকা টি-টোয়েন্টি দলের 'টেকনিক্যাল কনসালটেন্ট' হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শুক্রবার বোর্ড প্রধান পাপন দ্য ডেইলি স্টারকে বলেছেন, শ্রীরামকে 'টেকনিক্যাল কনসালটেন্ট' করেছেন তারা, '(শ্রীরাম) টেকনিক্যাল কনসালটেন্ট, প্রধান কোচ না। সংক্ষিপ্ত তালিকায় তিন জন ছিল। তাদের মধ্যে সে উচ্চতর অবস্থানে ছিল দুটি কারণে। এক. ওর আইপিএলের দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। দুই. ওর অস্ট্রেলিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে। আমাদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তো অস্ট্রেলিয়ায়।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.