পৃথিবী-সহ তিন গ্রহকে গ্রাস করবে সূর্য! ধ্বংসের ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা


ODD বাংলা ডেস্ক:
সূর্য একটি জ্বলন্ত্ অগ্নিপিণ্ড। সেই সূর্য থেকে পৃথিবী-সহ সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হলেও, গ্রহগুলি ধীরে ধীরে শীতল হয়েছে কালের নিয়মে। তার মধ্যে পৃথিবীর পরিবেশ হয়ে উঠেছে জল ও জীবনের অনুকূল। কিন্তু এমন দিন আসতে পারে, যখন ফের সূর্যের গ্রাসে চলে যেতে পারে পৃথিবী। একইসঙ্গে বুধ ও শুক্র গ্রহকেও গ্রাস করে নিতে পারে সূর্য। মহাকাশ বিজ্ঞানীরা বলেন, সূর্য হল আগুনের বল। পারমাণবিক পদার্থবিদ্যার নীতি অনুযায়ী কাজ করে। এবং পৃথিবীতে থাকা জীবকূল তথা জীবনকে শক্তির জোগান দেয়। কিন্তু এমন একটা সময় আসবে, যখন জীবনদাতাই এই পৃথিবীকে গ্রাস করে নেবে। একটা সময় যখন সূর্য তার সমস্ত জ্বালানি (হাইড্রোজেন) ব্যয় করে ফেলবে। তারপর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে পৃথিবীর মতো গ্রহগুলিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.