সাত পাকে বাঁধা পড়ছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি, মেয়ের বিয়ে নিয়ে কী বললেন সুনীল শেট্টি
ODD বাংলা ডেস্ক: আথিয়া শেট্টি ও কেএল রাহুলের সম্পর্কের কথা কারওরই অজানা নেই। বেশ অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন যুগলে। বিগত কয়েক মাসে প্রায়ই শোনা যাচ্ছিল যে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল ও অভিনেতা সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টি। এবার বিয়ের প্রসঙ্গে এবার মুখ খুললেন সুনীল শেট্টি। সুনীল বলেন, ‘যখনই আথিয়া ও রাহুল বিয়ের সিদ্ধান্ত নেবে তখনই তারা বিয়ে করবে। রাহুল কিছু শিডিউল মেনে চলে। এখন ওর এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সাউথ আফ্রিকা ট্যুর আছে, অস্ট্রেলিয়া ট্যুর আছে। যখন বাচ্চারা ব্রেক পাবে তখনই বিয়ে করবে। একদিনে তো আর বিয়ে হবে না? এখন বাবা হিসাবে আমি চাই মেয়ের বিয় হয়ে যাক। কিন্তু একবার রাহুল ব্রেক পাক তো ওরা ঠিক করে নেবে যে কবে বিয়ে করবে। আপনি রাহুলের ক্যালেন্ডার দেখে ভয় পেয়ে যাবেন। প্রত্যেকটা ট্যুরের মাঝে এক থেকে দুই দিনের গ্যাপ। এই এক দু’দিনে তো বিয়ে হওয়া সম্ভব নয়। তাই যখন ওরা সময় বের করতে পারবে তখনই বিয়ের পরিকল্পনা করা হবে।’
Post a Comment