২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবিবাহিত তরুণীকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের


ODD বাংলা ডেস্ক: অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সি এক মহিলার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ দিল্লি এইমসের এক বিশেষ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ঝুঁকি ছাড়াই গর্ভপাত করা যেতে পারে।এতে বিশেষভাবে অবিবাহিত মহিলাদের ওপর জোর দিয়েছে আদালত। লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে অন্তঃসত্তা মহিলারা ২৪ সপ্তাহ হলেও গর্ভপাত করাতে পারেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.