'দুর্নীতিতে জড়িত তৃণমূলের অনেকেই'! শাহের কাছে নামের তালিকা দিলেন শুভেন্দু


ODD বাংলা ডেস্ক: এসএসসি-র নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। ইডি-র হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। তদন্তে উঠে আসছে একের এক বিস্ফোরক তথ্য়। পার্থকান্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। এবার পার্থকাণ্ডের আঁচ দিল্লিতেও! এ রাজ্যে দুর্নীতিতে আরও কারা জড়িত? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে তৃণমূলের ১০০ জন 'দুর্নীতিগ্রস্তে'র নাম তালিকা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নালিশ করলেন, 'দুর্নীতিতে জড়িত তৃণমূলের অনেকেই। আমলারাও দুর্নীতিগ্রস্ত'।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.