৩০ বছর ধরে পাহাড়-জঙ্গলের পথ পেরিয়ে, বন্য জন্তুর মোকাবিলা করে বাড়ি বাড়ি চিঠি দিয়ে আসছেন এই পিওন, জানুন গল্প


Odd বাংলা ডেস্ক: নিজের কর্তব্যে অবিচল থেকে দেশসেবার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন তামিলনাড়ুর এক পিওন। ঘন অরণ্যের পথ পায়ে হেঁটে অতিক্রম করে মানুষের বাড়িতে চিঠি পৌঁছে দিতেন তামিলনাড়ুর ডি শিভান। গত সপ্তাহেই নিজের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তিনি। 

তামিলনাড়ুর মারাপাল্লাম এবং সিঙ্গারার নিকটবর্তী ঘন জঙ্গল পেরিয়ে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষের কাছে চিঠি এবং পেনশনের টাকাও পৌঁছে দিতেন ডি শিভান। আর এর জন্য তিনি গত ৩০ বছর ধরে কুনুরের হিল গ্রোভ পোস্ট অফিস থেকে প্রতিদিন ১৫ কিলোমিটার পথ ট্রেক করে বিভিন্ন চিঠি-পার্সেল পৌঁছে দেওয়ার কাজ করতেন। আর তাঁর এই দীর্ঘ পথে তিনি একাধিকবার বন্য জন্তুর মুখোমুখি হয়েছেন। কখনো বুনো হাতি, কখনও ভালুক, এমনকি আরও অনেক বন্য প্রাণীর কবলে পড়েছিলেন। কিন্তু কোনও প্রতিবন্ধকতাই তাঁকে তাঁর দায়িত্ব এবং কর্তব্য থেকে টলাতে পারেনি। 


তাঁর অবসর গ্রহণের পর আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তাঁর কাহিনী টুইটারে শেয়ার করে কাজের প্রতি তাঁর একনিষ্ঠতার কথা নেটদুনিয়াকে জানান। আর এরপরই ভাইরাল হয়ে যায় তাঁর কাহিনি। নেটিজেনরাও তাঁকে তাঁর কর্মনিষ্ঠার জন্য স্যালুট জানিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.