বাস্তু মেনে সাজান বারান্দা, এই আসবাব রাখলে বাড়বে সুখ-সম্পদ

 


ODD বাংলা ডেস্ক: ফ্ল্যাট কেনার সময় বারান্দা কোন দিকে, বারান্দা থেকে বাইরের বাগান বা রাস্তা দেখা যায় কী না, ইত্যাদি বিভিন্ন দিক খতিয়ে দেখি আমরা। ইদানীং বারান্দার সাজসজ্জার ক্ষেত্রেও অনেকে নজর দেয়। বাস্তু শাস্ত্র মতে ভুল দিকে বারান্দা থাকলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়। আবার সাজসজ্জার ক্ষেত্রেও বাস্তু শাস্ত্রের বিষয়টি মাথায় রাখলে নেতিবাচক শক্তি তাঁর প্রভাব বিস্তার করতে শুরু করে। অতএব বাস্তু অনুযায়ী বারান্দা কেমন হওয়া উচিত, জেনে নিন।


বারান্দার স্থান ও দিক

বাস্তু শাস্ত্র  মতে বাড়ির উত্তর দিকে বারান্দা থাকা উচিত। এ ছাড়াও বাড়ির উত্তর-পূর্ব দিককেও বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন। বারান্দার জন্য এটি সর্বাধিক উপযুক্ত। কারণ এদিকে সবচেয়ে বেশি সূর্যালোক আসে। অন্য দিকে দক্ষিণ ও পশ্চিম দিকে বারান্দা থাকা উচিত নয়। আবার বারান্দার মেঝে যাতে ঘরের মেঝের তুলনায় সামান্য নীচে থাকে, তা-ও লক্ষ্য রাখতে হবে।


বারান্দার আসবাব


বারান্দায় অনেকেই নিজের অবসর সময় কাটান। তাই এখানকার আসবাবের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। বাস্তু বিশেষজ্ঞরা বারান্দায় ভারি আসবাব রাখতে বারণ করেন। এখানে হাল্কা আসবাব, চেয়ার বা বিন ব্যাগ রাখবেন। আবার বারান্দায় দোলনা লাগানোর উপযুক্ত স্থান হল উত্তর বা দক্ষিণ দিক। দোলনার জন্য এই স্থানকেই বাস্তু শাস্ত্রে শুভ মনে করা হয়।


বারান্দার ছাদ


বাস্তু শাস্ত্র মতে উত্তর বা পূর্ব দিকে ছাদ ঢালু হওয়া উচিত। ভুলেও দক্ষিণ বা পশ্চিম দিকে যাতে বারান্দার ছাদ ঢালু না-থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। বাস্তু মতে বারান্দার ছাদের উচ্চতা বাড়ির তুলনায় নীচু হওয়া উচিত। এ ছাড়াও বারান্দার ছাদের শেডের জন্য লোহা বা টিন ব্যবহার করবেন না।


বারান্দার সজ্জা


ইদানীং বারান্দার সাজসজ্জার বিষয়টিও সকলে গুরুত্ব-সহকারে বিচার করে থাকেন। বাস্তু মতে বারান্দায় গাছপালার ছোট টব রাখা উচিত। বারান্দায় গাছ রাখলে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এ ছাড়াও বারান্দায় খুব বড় গাছ রাখবেন না। বারান্দা সাজানোর জন্য নানান রঙের ফুল গাছ লাগান। লতানো গাছ বারান্দায় রাখবেন না। কারণ এর ফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। উল্লেখ্য, উত্তর দিককে কুবেরে দিক মনে করা হয়। তাই বারান্দার উত্তর দিকে মানি প্লান্ট লাগাবেন। এর প্রভাবে অর্থ লাভের পথ সুগম হয় ও ইতিবাচক শক্তির প্রসার ঘটে। পূর্ব দিকে তুলসী গাছ রাখবেন। এর প্রভাবে সমস্ত বাস্তু দোষ নষ্ট হবে। অন্য দিকে বাস্তু শাস্ত্র অনুযায়ী তামার ধাতুকে সূর্য ও মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়। তাই বারান্দার পূর্ব দিকে তামার সূর্যে শোপিস লাগানো উচিত। এর ফলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।


বারান্দায় কোন লাইট লাগাবেন


বাস্তু অনুযায়ী বারান্দায় তীব্র বা খুব হাল্কা আলোযুক্ত আলো লাগাবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী আলো এমন হওয়া উচিত যা হাল্কা হয় ও চোখে না-লাগে।


বারান্দার দেওয়ালের রঙ


বারান্দার দেওয়ালের রঙ হাল্কা হওয়া উচিত। বারান্দার দেওয়ালের জন্য সাদা, সি গ্রিন, আকাশি নীল বা গোলাপী রঙ নির্বাচন করা শুভ। অন্য দিকে বারান্দার দরজার সামনে লাফিং বুদ্ধার মূর্তি রাখলে আয় বৃদ্ধি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.