কী আছে নরেন্দ্র মোদির গাড়িতে?

 


ODD বাংলা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় যে গাড়িটি ব্যবহার হয় সেটির নাম ‘গার্ড’। গার্ডের পুরো নাম মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০ গার্ড। এটি মার্সিডিজ-এর এস সিরিজের সাম্প্রতিকতম মডেল। গাড়িটি ঝকঝকে কালো। জানলায় কালো কাচের আঁড়াল। চার চাকার লিমুজিন আছে। এই গাড়িটি তৈরি করেছে মার্সিডিজ। মার্সিডিজ-এর ‘এস সিরিজ’ গাড়ির বেশ কদর আছে বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে। 


বিশেষজ্ঞদের কথায়, এস সিরিজের মতো যাত্রী-নিরাপত্তা খুব কম গাড়িই দিতে পারে। এই গাড়ির ইঞ্জিন ৬.০ লিটার টুইন টার্বো ভি ১২। যা ৫০০ হর্সপওয়ার এবং ৯০০ নিউটন মিটার শক্তি উৎপাদন করতে পারে। গাড়ির গতি নিয়ন্ত্রিত হয় ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে। নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য একই রকম দুইটি গাড়ি আছে। এর মধ্যে একটি মোদি ব্যবহার করেন। অন্যটি সম্ভাব্য হামলাকারীকে বিভ্রান্ত করার জন্য।


গাড়ি নির্বাচনে নরেন্দ্র মোদি বেশ শৌখিন। তিনি ঘন ঘন গাড়ি বদলান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমে ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ভোগ গাড়িটি কেনেন। ‘গার্ড’-এর আগে মোদি শেষ কেনা গাড়িটি ছিল টয়োটার ল্যান্ড ক্রুজার। এই গাড়ির বৈশিষ্ট্য ছিল ১৬টি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা। পাশাপাশি টয়োটার এই গাড়িতে ব্যবহারকারীর চাহিদা মতো পরিবর্তনও আনা যেত।


তবে মোদির নতুন বিশ্বস্ত সঙ্গী এখন ‘গার্ড’। কি বৈশিষ্ট্য এই গাড়ির জেনে নিন-


>>এস ৬৫০ গার্ড-এর বড় গুণ হলো গুলি মোকাবিলা করার ক্ষমতা। 

>>গার্ড বর্মভেদী বুলেটকেও থামাতে পারে।

>>এমনকি একে-৪৭ এর গুলির আঘাতও প্রতিহত করতে পারে মোদির নতুন বাহন।

>>এই গাড়ি বিস্ফোরণেও টিকে যাবে। দুই মিটার দূরত্ব থেকে যদি কেউ ১৫ কেজির বিস্ফোরকও ফাটায়, তাহলেও বনেটে একটু টোল পড়বে না ‘গার্ড’-এর।

>>এস ৬৫০-এর জানলার ভেতরে আছে পলি কার্বোনেটের আস্তরণ। মাইনজাতীয় বিস্ফোরণ থেকে বাঁচতে গাড়ির নিচের অংশেও রয়েছে বিশেষ সুরক্ষা বর্ম।

>> এমনকি যদি গ্যাস হামলাও হয়, তবে আরোহীকে পরিশ্রুত বাতাস সরবরাহের ব্যবস্থা করবে গার্ড।

>> গাড়ির চারটি চাকাই নিরেট বা ফ্ল্যাট টায়ার। মোদির নতুন বাহনের নিরাপত্তাকে ভিআর-১০ স্তরের সুরক্ষা বলে চিহ্নিত করা হয়েছে। এই মুহূর্তে গাড়ির জগতে এটিই সর্বোচ্চ নিরাপত্তা। 


>>রাতের অন্ধকারে দূর থেকে যেকোনো বস্তুকে চিহ্নিত করার ক্ষমতা রয়েছে এই গাড়ির।

>>চালকের উল্টোদিকের আয়নায় ব্লাইন্ড স্পট থেকেও যদি কোনো গাড়ি হামলা করতে চায়, তবে তা ধরা পড়বে চালকের চোখে।


>>বড় দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়ির পেছনের আসনেও রয়েছে এয়ারব্যাগ সুরক্ষা। 

>> সিট বেল্ট যাতে বুকের ওপর অতিরিক্ত চাপ না দেয়, তার জন্য বেল্টের ভেতরেও আছে এয়ারব্যাগ।

>>একটি এস ৬৫০ গার্ডের দাম ১২ কোটি রুপি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.