ইংল্যান্ডে ফুরফুরে মেজাজে ইমন চক্রবর্তী, দেখে নিন তাঁর অপূর্ব কিছু ছবি

 


ODD বাংলা ডেস্ক: ইংল্যান্ডের সুন্দর শহর লিডস-এ পা রেখেছেন বাংলার তথা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী, তাঁর নাম ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের দীপ্তিময় কিছু ছবি। 


‘তুমি যাকে ভালোবাসো’ আর কিন্তু বাংলায় বন্দি নেই, এবার বাংলার স্বনামধন্যা নেপথ্য কণ্ঠশিল্পী পৌঁছে গিয়েছেন সোজা ইংল্যান্ডে। 



পশ্চিম ইয়র্কশায়ারে আয়ার নদীর উপত্যকায় রঙিন শহর লিডস। বাংলা থেকে প্রায় কয়েক আলোকবর্ষ দূরে। তবু, সেখানেই হঠাৎ বেজে উঠতে পারে, ‘ইনি বিনি টাপা টিনি, টানা টুনি টাসা’-র মেঠো সুর।


কারণ, সুন্দর শহর লিডস-এ পা রেখেছেন বাংলার তথা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী, তাঁর নাম ইমন চক্রবর্তী। 



বিশুদ্ধ বাতাসের তাজা আলোয় মন ভরে উঠছে গায়িকার। সোশ্যাল মিডিয়ায় লম্বা সাদা স্লিভলেস গাউনে নিজেকে মেলে ধরেছেন ইমন চক্রবর্তী।


ভিন শহরের গোলাপ সাদা হোক, কিংবা লাল, ‘সুখ সায়রের কন্যে’-র জন্যই কিন্তু ঝলমল করছে প্রত্যেকটা ছবির ফ্রেম। 



চোখের কালো সানগ্লাস আর লাল লিপস্টিকে রাঙানো ঠোঁটের কোণে দীপ্ত হাসির ছটায় বিদেশের মাটিতেও অতুলনীয়া বঙ্গ তনয়া। 


সূত্রের খবর, ম্যানচেস্টারের স্টোলার হলে সম্প্রতি এক অসাধারণ বর্ণময় পারফরম্যান্স দিয়ে সেই দেশের মঞ্চে আরও একবার নিজের কৃতিত্ব বাড়িয়ে তুললেন ইমন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.