সামনের কয়েকটা দিন কঠিন সময় কাটবে এই তিন রাশির, কী সতর্কতা নিতে হবে জানুন
ODD বাংলা ডেস্ক: মঙ্গল ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করেছে। ১০ আগস্ট পর্যন্ত তিনি এই রাশিতে থাকবেন। যার কারণে মঙ্গল ও রাহুর সংযোগ থাকে। রাহু ইতিমধ্যেই মেষ রাশিতে বিরাজ করছে।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়েছে। তিনি মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও রাহুর সংমিশ্রণে গঠিত অঙ্গারক যোগ অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। রাহু ও মঙ্গল রাশিতে একই বাড়িতে থাকলে বা রাহু ও মঙ্গল পরস্পরের বিপরীতে থাকলে জন্মকুণ্ডলীতে অঙ্গারক যোগ তৈরি হয়।
মঙ্গল ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করেছে। ১০ আগস্ট পর্যন্ত তিনি এই রাশিতে থাকবেন। যার কারণে মঙ্গল ও রাহুর সংযোগ থাকে। রাহু ইতিমধ্যেই মেষ রাশিতে বিরাজ করছে। জেনে নিন কোন রাশির চিহ্নে রাহু ও মঙ্গলের মিলনে গঠিত অঙ্গারক যোগ অশুভ প্রমাণিত হতে পারে।
বৃষ- বৃষ রাশির দ্বাদশ ঘরে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। ভাইবোনের সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
সিংহ রাশির জাতক জাতিকাদের নবম ঘরে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এই সময়ে আপনি ভাগ্য কম পাবেন। একজন ব্যক্তি জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যানবাহন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয়। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।
তুলা- তুলা রাশির জাতকদের পঞ্চম ঘরে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এই সময়ে আপনাকে বিবাহিত জীবন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বড়দের সাথে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায়িক কাজে বিশেষ যত্ন নিন। অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
রাহু বর্তমানে অবস্থান করছে মেষ রাশিতে। এই সময়টা অনেক রাশির জন্য সমস্যা তৈরি করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের সংমিশ্রন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মানুষের জন্য এই সময় শুভ ফল নিয়ে আসে। কিন্তু অনেকের জন্য এই সময়টা খুবই খারাপ যায়। গ্রহের সংমিশ্রন আমাদের জীবনকে কোনও না কোনওভাবে প্রভাবিত করে। এই সময়টা বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। অনেকেরই আবার গলা ওবধি ডুবে যায় ঋণে। বেড়ে যায় কহল বিবাদ। এই অশুভ সময়ের হাত থেকে বাঁচার জন্য সদাসর্বদা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তবে মঙ্গল আর রাহুল এই বিশেষ যোগের সময় তিন রাশির জাতক ও জাতিকাদের সাবধান থাকা জরুরি।
Post a Comment