কথায় কথায় ঘাবড়ে যান এই রাশির জাতকরা, চাপ নিয়েই কাটিয়ে দেন অর্ধেক জীবন



 ODD বাংলা ডেস্ক: কিছু কিছু ব্যক্তি সবসময় চাপ ও আতঙ্কের মধ্যে দিন কাটান। এই আবেগ দুটি এঁদের মধ্যে এতটাই বেশি যে, সামান্য পান থেকে চুন খসলেই এঁরা দর দর করে ঘামতে শুরু করে দেবে। হঠাৎ কোনও মিটিং বা ডেডলাইন পুরো করার কথা শুনলেই এঁদের আঁতকে উঠতে দেখবেন। বলা যেতে পারে চাপ ও আতঙ্ক এই জাতকদের নিত্য সঙ্গী। সামান্য চাপ লক্ষ্য অর্জনে সাহায্য করে। তবে কথায় কথায়, যে কোনও পরিস্থিতিতে ঘাবড়ে গেলে এটি আপনার পক্ষে অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। এর পরিমাণ এবং তীব্রতা বাড়লে আপনারই চরম সর্বনাশ সম্ভব। জ্যোতিষ মতে কিছু কিছু রাশির জাতকরা যে কোনও পরিস্থিতিতে ঘাবড়ে যান। ছোটখাটো বিষয়ও তাঁদের ভয় পাইয়ে দিতে পারে। ঝঞ্ঝাটের মধ্যে থাকতে পারেন না এঁরা। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন।


মেষ রাশি

সবসময় চাপ নিয়ে থাকেন আপনারা। ক্রমেই আপনার চাপ বাড়তে থাকে। মেষ রাশির জাতকরা দৃঢ়চেতা হলেও, মনের কোণে ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েন। নিজের মনের মধ্যেই ভুল ধারণা গড়ে তোলেন এই রাশির জাতকরা। যার ফলে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। মেষ জাতকদের এই সিদ্ধান্তহীনতাই তাঁদের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেয়।


সিংহ রাশি

নিজের উচু স্ট্যান্ডার্ড সব সময় মানিয়ে চলেন সিংহ রাশির জাতকরা। এ কারণে তাঁদের আশপাশে হঠাৎ বা কোনও ছোটখাটো পরিবর্তন ঘটলেই তাঁরা নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আতঙ্কগ্রস্ত হয়ে হই হট্রগোল জুড়ে দেয় এঁরা। পারফেকশানে বিশ্বাসী সিংহ রাশির জাতকরা। যখনই কোনও কাজ পারফেকশানের সঙ্গে সম্পন্ন হয় না, তখন তাঁরা চাপে পড়ে যান। নিজের কাজে অন্যের নাক গলানো এক্কেবারেই বরদাস্ত করতে পারেন না। তাই যে সেই কাজটিকে যথাযথ ভাবে পূরণ করার জন্য নিজেই উঠে-পড়ে লাগেন, প্রয়োজনে সকলের সঙ্গে লড়াই করে কাজ হাসিল করতেও দ্বিধা করেন না।


কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা ছোটখাটো বিষয় চিন্তাভাবনা করতে গিয়েই নিজের অর্ধেক জীবন কাটিয়ে দেন। ভবিষ্যৎ সম্পর্কে অত্যধিক চিন্তাভাবনা করেন এঁরা। এমনকি যা এঁদের নিয়ন্ত্রণের বাইরে সে বিষয়েও প্রয়োজনাতিরিক্ত চিন্তিত থাকেন। এটিই তাঁদের চাপ ও অবসাদগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এক সঙ্গে অনেকগুলি কাজ হাতে নিয়ে নেন। তার পর সময়ের মধ্যে সেই কাজ পূর্ণ করতে গিয়ে নাকানি চোবানি খান। কারণ এঁরা তৎক্ষণাৎ কাজ সম্পন্ন করতে পারেন না, আগেভাগে কাজ করে রাখার অভ্যাস রয়েছে এঁদের মধ্যে।



মীন রাশি

জ্যোতিষ মতে এই রাশির জাতকদের মস্তিষ্ক কখনও শান্ত বা ঠান্ডা থাকে না। খারাপ ও মিথ্যা পটভূমি গড়ে তুলতে যে কোনও পর্যায়ে যেতে পারেন এঁরা। এটিই তাঁদের মানসিক অসুস্থতার মূল কারণ। তিলকে তাল করতে সমর্থ মীন রাশির জাতকরা। ছোটখাটো বিষয়কেও বড় করে তুলতে পারেন এঁরা। কোনও বিষয় নিজের মনের মধ্যেই অনেক বড় করে তোলেন। আদতে তা হয়তো তত গুরুত্বপূর্ণ না-ও হতে পারে। তাই এই রাশির জাতকরা সবসময় চাপের মধ্যে থাকে। ছোটখাটো অযাচিত পরিবর্তন এঁদের আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.