১ মিনিটেই পৌঁছে যাবেন গন্তব্যে, এটিই বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রা

 


ODD বাংলা ডেস্ক:  পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই পৌঁছে যেতে একমাত্র ভরসা বিমান। আর সেটা স্বাভাবিকভাবেই সময়সাপেক্ষ। কিন্তু শুনে অবাক হবেন, এমনও বিমানযাত্রা রয়েছে যার মেয়াদ মাত্র ১ মিনিট! হ্যাঁ; সম্প্রতি এক ট্র্যাভেল ব্লগারের ভিডিওতে উঠে এল বিশ্বের ক্ষুদ্রতম বিমানযাত্রার কথা। 

সম্প্রতি ভাইরাল নোয়েল ফিলিপস নামে এক ট্রাভেল ব্লগারের ভিডিও। এই ভিডিওতে তিনি স্বল্প দৈর্ঘ্যের বিমানযাত্রার বিষয়টি দেখিয়েছেন। স্কটল্যান্ডের অর্কন দ্বিপপুঞ্জের এক দ্বিপ থেকে অন্য দ্বিপে পৌঁছতে সময় লাগে মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড।


জাহাজে বা নৌকায় এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ২০ মিনিট। সেখানে এক মিনিটেই বিমানে পৌঁছে যাওয়া যায় একই দূরত্ব। আর তাতে খরচ হয় ১৭ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ৭০০ টাকা। 


স্কটল্যান্ডের পাপ ওয়েস্ট্রে হয় কির্কওয়াল ওয়েস্ট্রে যায় বমানটি। দিনে দুবার এই পথ যাতায়াত করে বিমানটি। নিত্যযাত্রীর থেকে পর্যটকরাই এই বিমান ব্যবহার করেন বেশি। নতুন রকমের এই বিমানযাত্রার কথা জেনে রীতি মতো উচ্ছ্বসিত পর্যটকরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.