চীনে স্বর্গের সাথে সংযুক্ত পথ !
ODD বাংলা ডেস্ক: স্বর্গে যেতে চান? হাসছেন না ভাবছেন, স্বর্গে কে না যেতে চায়! কিন্তু স্বর্গে যাওয়ার রাস্তা যদি পৃথিবীতেই পান, তাহলে কেমন হবে? চীনের তিয়েনমান পর্বতের হ্যাভেন লিংকিং এভেনিউ যা তিয়েনমান শান বিগ গেট রোড নামেও পরিচিত, রাস্তাটাকে বলা হয় স্বর্গের সাথে সংযুক্ত পথ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে অতি মনোরম পরিবেশে এই সুন্দর রাস্তাটি ভ্রমণ করলে স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। পৃথিবীর অন্যতম সুন্দর চীনের এই রাস্তাটি। পার্বত্য যে-কোনো রাস্তাই দৃষ্টিনন্দন, কিন্তু এই রাস্তাটি সব সুন্দরকে ছাপিয়ে ব্যাতিক্রম হিসেবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে রয়েছে যেন সবাইকে স্বর্গের নিয়ে যাবার আকর্ষণ নিয়ে। আর সেই জন্যেই রাস্তাটির নামও রাখা হয়েছে স্বর্গ সংযোগ সড়ক।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হুনান প্রদেশের তিয়ানমেন মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠের ২০০ মিটার ওপর থেকে ১ হাজার ৩০০ মিটার পর্যন্ত ওপরে উঠে গেছে। এই রাস্তাটি ভীষণ বিপজ্জনক হওয়ার মূল কারণ, এতে প্রায় ১৮০ ডিগ্রি কোণের মোট ৯৯টি বাঁক বা মোড় আছে এবং এই মোড়গুলোর বেশির ভাগই তিয়েনমেন গুহার ভেতর দিয়ে চলে গেছে। রাস্তাটির একদিকে গভীর খাদ আর অন্যদিকে বিশাল বাঁক। তাই এই রাস্তায় বছরের সব সময়ই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই রাস্তায় চলাচলের জন্য আদর্শ সময় ধরা হয়।
১১ কিলোমিটার লম্বা রাস্তাটা সাগর সমতলের ২০০ মিটার নিচ থেকে শুরু হয়ে উঠে গেছে সাগর সমতলের ১৩০০ মিটার উঁচুতে। শুধু তাই না, সড়কটি এগিয়েছেও বারবার বাঁক ঘুরে ঘুরে। ১১ কিলোমিটার সড়কটিতে গুনে গুনে ৯৯টি বাঁক আছে। এর বেশিরভাগ বাঁকই একেবারে কনুইয়ের মতো। বাস থেকে নামার পর স্বর্গের দরজায় যাওয়ার জন্য একটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর সে সিঁড়িতে ধাপের সংখ্যা ঠিক ৯৯৯টা। আর তারপরই স্বর্গের দুয়ার অবারিত। তিয়েনমান পর্বতের এই স্বর্গের দরজায় আরোহণের পথে সড়কে ৯৯টা বাঁক, সিঁড়িতে ৯৯৯টা ধাপ; সব জায়গায় ৯-এর এত আধিক্য কেন? কারণ, চীনাদের কাছে সংখ্যার মধ্যে ৯ সবচেয়ে পবিত্র। তাদের বিশ্বাস, স্বর্গও ৯টা। আর তাই স্বর্গের দরজায় যাওয়ার পথেও ৯-এর ছড়াছড়ি।
তিয়েনমানের একটি চূড়ায় তাং শাসনামলে নির্মিত একটি মন্দির আছে। পাশেই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট বানানো হয়েছে। কেবলকার থেকে নেমে ১১ কিলোমিটারের মতো একটা পায়ে চলার রাস্তা হেঁটে সেখানে যেতে হয়। এই রাস্তাটাই দ্বিতীয় দর্শনীয় বিষয়। রাস্তাটার পুরোটাই বানানো হয়েছে পাহাড়ের গায়ে, হাজার ফুট উপরে। অনেকটা বারান্দার আদলে। এর একটা অংশ আবার পুরোটাই কাচের তৈরি। মানে পায়ের নিচেও কাচ। চলার সময় সেই স্বচ্ছ কাচ দিয়ে পায়ের নিচে হাজার ফুট গভীর খাদ দেখা যায়। ব্যাপারটা এমন যে, সেখানে গিয়ে ভয় না-পাওয়াটাই ভীষণ কঠিন।
চীনের তিয়েনমান পর্বতের হ্যাভেন লিংকিং এভেনিউ যাতিয়েনমান শান বিগ গেট রোড নামেও পরিচিত। অসাধারণ প্রাকৃতিক শোভাময় পাহাড় বলে এর এমন নাম হয়েছে। কিন্তু একবার ভাবুন যে আপনাকে সেই রাস্তা পাড়ি দিতে হবে ৯৯টি বিপজ্জনক বাঁক! সঠিক সময় বাঁকটা নিতে না পারলে আপনি গাড়িসহ উড়ে গিয়ে পড়তে পারেন কয়েকশ ফুট নিচের গিরিখাদে। উচ্চতা যত বাড়বে, পতনের রাস্তা তত লম্বা হতে থাকবে। তাহলে কী দাঁড়াল? স্বর্গ না গভীর গিরিখাদ কোথায় যাচ্ছেন আপনি?
Post a Comment