সন্তানের জন্ম দিতে অনীহা চিনা মহিলাদের


ODD বাংলা ডেস্ক: চিনে গর্ভধারণ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল। কোভিডের জন্য চিনা মহিলাদের সন্তান ধারনে অনীহা দেখা দিয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। আর এই অনীহার কারণ হিসেবে বলা হয়েছে চিনা কমিউনিস্ট পার্টির দেশকে কোভিড মুক্ত করার জন্য জারি করা নির্দেশিকা।করোনাকালে চিনে আপসহীন 'জিরো কোভিড' নীতি গ্রহণ করা হয়। আর এর ফল নারীদের সন্তান ধারণের আকাঙ্খায় গভীর ক্ষতি করেছে বলে রিপোর্টে জানানো হয়েছে। আর এর পিছনে কোভিডে মানুষের আয় কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধিকেই দায়ি করেছে সমীক্ষায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.