মহিলাদের গায়ের এই অংশে টিকটিকি পড়া দারুণ শুভ! সম্পদে ভরে ওঠে বাড়ি

 


ODD বাংলা ডেস্ক: টিকটিকি প্রায় প্রতি বাড়িতেই দেখা যায়। দেওয়াল বেয়ে এরা এখানে সেখানে হেঁটে বেড়ায়। অনেকে টিকটিকিকে বেজায় ভয় পান। তবে আদতে টিকটিকি একটি ঘরোয়া সরীসৃপ জাতীয় প্রাণী, যা কোনও ক্ষতি করে না। শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে টিকটিকি থাকে, সেখানে লক্ষ্মী বাস করেন। জ্যোতিষ অনুসারে মহিলাদের গায়ে টিকটিকি পড়ার নানা শুভ ও অশুভ ব্যাখ্যা রয়েছে।


ছাদ থেকে হঠাত্‍ টিকটিকি এসে গায়ে পড়েনি, এরকম কাউকে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। আচমকা গায়ের ওপর টিকটিকি এসে পড়া খুবই সাধারণ একটা ব্যাপার। যদিও এই অভিজ্ঞতার মুখোমুখি হলে আমরা চিত্‍কার করে উঠি। অনেকে আবার টিকটিকিকে এতটাই ভয় পান যে ঘরের দেওয়ালে টিকটিকি দেখতে পেলেই সেখানে ঢুকতে চান না।


টিকটিকি ঘিরে অনেকরকম ধারণা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। টিকটিকি আপনার শরীরে কোনও অংশে পড়লে তার অর্থ এটাই যে বেচারা টিকটিকি ছাদে বা দেওয়ালে ব্যালান্স রাখতে পারেনি। তবু টিকটিকি গায়ের কোন অংশে পড়েছে তা প্রচলিত সংস্কার অনুযায়ী অনেক কিছু নির্ধারণ করে দেয়। দেখে নিন মহিলাদের গায়ের কোন অংশে টিকটিকি পড়ার কী অর্থ হতে পারে।



* মহিলাদের শরীরের বাঁ দিকে টিকটিকি পড়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু ডানদিকে টিকটিকি পড়লে তা কোনও অশুভ ঘটনার ইঙ্গিত বলে প্রচলিত বিশ্বাস।


* কোনও মহিলার কপালের ডানদিকে যদি টিকটিকি পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে তিনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন। কিন্তু চুলে টিকটিকি পড়া মোটেও ভালো লক্ষণ নয়। এর অর্থ কোনও খারাপ খবর পেতে চলেছেন আপনি।


* দীপাবলির রাতে ঘরে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। কারণ টিকটিকি হল লক্ষ্মীর প্রতীক। এদিন ঘরে টিকটিকি দেখার অর্থ আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করতে চলেছে।


* খাবার খাওয়ার সময় টিকটিকির ডাক শুনতে পাওয়াও শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ কোনও শুভ সংবাদ শিগগিরই পেতে চলেছেন।


* যদি আপনি দেওয়ালে দুটি টিকটিকিকে মিলিত হতে দেখেন, তাহলে বুঝবেন যে কোনও পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে চলেছে।


* বাড়ি থেকে বেরনোর সময় মৃত টিকটিকি দেখলে তা দুর্ভাগ্যের কারণ হতে পারে। এর ফলে পরিবারে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন। অনেকে আবার বিশ্বাস করেন যে নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় টিকটিকি দেখতে পাওয়ার অর্থ ঘরে লক্ষ্মী আসতে চলেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.