এই মাসে কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে, দেখে নিন ভাদ্র মাস কেমন কাটবো সিংহ রাশির

 


ODD বাংলা ডেস্ক: বাংলা বছরের পঞ্চম মাস ভাদ্র। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-


গ্রেগরীয় বর্ষপঞ্জির ভাদ্র মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে ভাদ্র মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "ভাদ্র" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে ভাদ্র মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।


সিংহ রাশির ব্যক্তিত্ব-

রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারীর সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। 


এই রাশির গ্রহ অধিপতি সূর্য বা রবি হওয়ায় এই রাশির জাতক বা জাতিকাদের তেজও সাংঘাতিক রকমের। এই জেদের কারণে এরা এদের জীবনে প্রভূত ক্ষতি করে বসে। এরা রাগের মাথায় অসভ্যের মত আচরণ করতে একবারও ভাবে না। পরে মাথা ঠাণ্ডা হলে অন্যায় হয়েছে এই অনুশোচণা কাজ করলেও ক্ষমা চাওয়ার জন্য মাথা নোয়াতে রাজী থাকে না। তাই এরা প্রায়সই নিজেদের আত্মীয়ের থেকেও একে একে দূরে সরে যেতে যেতে একটা সময় সম্পূর্ণ একা যেতে থাকে। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-


ভাদ্র মাস কেমন প্রভাব ফেলবে-

ভাদ্র মাস সিংহ রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই মাসে সিংহ রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.