সম্পর্ক ভাঙতে নারাজ, প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এই চার রাশির ছেলে মেয়েরা



 ODD বাংলা ডেস্ক: এই চার রাশির ছেলে মেয়েরা বাকিদের থেকে একটু আলাদা। এরা কঠিন পরিস্থিতিতেও প্রেমের সম্পর্ক ভাঙতে চান না। প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরা। দেখে নিন তালিকা। 


প্রেমের সম্পর্ক নিয়ে সকলের ভাবনা চিন্তা ভিন্ন। কেউ সঙ্গীর জন্য সব করতে রাজি তো কেউ কঠিন পরিস্থিতিতে সম্পর্ক ভাঙতে পিছ পা হন না। কেউ সঙ্গীকে নিজের মনের মতো গড়ে নিতে চান তো কেউ সঙ্গী যেমন তাকে সেভাবে গ্রহণ করেন। আবার কেউ সঙ্গীকে প্রাণের থেকে বেশি ভালোবাসেন তো কেউ সম্পর্কে নিজের স্বার্থটাই দেখেন। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা বাকিদের থেকে একটু আলাদা। এরা কঠিন পরিস্থিতিতেও প্রেমের সম্পর্ক ভাঙতে চান না। প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরা। দেখে নিন তালিকা। 


মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। এরা কঠিন পরিস্থিতিতেও প্রেমের সম্পর্ক ভাঙতে চান না। প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরা। সঙ্গীর প্রতি সব রকম দায়িত্ব পালন করেন এই রাশির ছেলে মেয়েরা। 


তুলা রাশি

এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা সম্পর্কের ব্যাপারে দৃঢ় প্রতীজ্ঞ। এরা হাজার সমস্যাতেও সঙ্গীর হাত ছাড়েন না। প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরা।


বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরাও। সঙ্গীর প্রতি দায়বদ্ধ হন। এরা নিজের কথা ও বিশ্বাসের ওপর ভরসা করেন। এরা একগুঁয়ে স্বভাবের হন।  


কর্কট

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সম্পর্কে নিরাপত্তা ও সুরক্ষা খোঁজেন। এরা ক্যাজুয়াল ডেটে বিশ্বাসী নন। কারও সঙ্গে সম্পর্কে জড়ালে সারা জীবন এক সঙ্গে থাকতে চান। সম্পর্ক ভাঙতে এরা নারাজ, প্রথম প্রেমের সঙ্গেই জীবন কাটাতে চান এরা। 

 


প্রেমের সম্পর্ক সুখের হোক তা কার না কাম্য। সঠিক মানুষের সঙ্গে জীবন কাটাতে চান সকলেই। প্রেম সুখের করার জন্য অনেকেই বিপরীতে থাকে মানুষটার নানান কিছু মেনে নেন। তেমনই চলে নানা রকম মানিয়ে নেওয়া। আজ রইল চার রাশির কথা। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এরা সম্পর্ক ভাঙতে চান না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.