কোষ্ঠীতে এই ৩ গ্রহের অশুভ দশা আপনাকে জেলে পাঠাতে পারে!

 


ODD বাংলা ডেস্ক: জন্মছকের কোন গ্রহদশা জেল-যাত্রার কারণ হতে পারে।


জেলের নাম শুনলে সবাই ভয় পান। কারাগারের বন্দি জীবন চরম দুঃসময় ডেকে আনে। জ্য়োতিষশাস্ত্র অনুসারে জন্মছকে শনি, রাহু এবং মঙ্গলের অশুভ দশা জাতককে জেলে পাঠাতে পারে। এই তিন গ্রহ কোষ্ঠীতে কী অবস্থানে রয়েছে, তার উপর নির্ভর করে আপনার সঙ্গে জেলে যাওয়ার ঘটনা ঘটতে পারে কি না। জ্যোতিষ অনুসারে কোষ্ঠীতে এই শনি, রাহু ও মঙ্গলের মিলিত অশুভ যোগকে বন্ধন যোগ বলা হয়।


শনির দশা


জ্যোতিষে শনিকে নিষ্ঠুর গ্রহ বলা হয়। সব গ্রহের মধ্যে শনি সবথেকে ধীর গতিতে চলে। এক একটি রাশিতে শনি আড়াই বছর করে অবস্থান করে। পুরাণ অনুসারে শনি হল কর্মফলদাতা। খারাপ কাজ করলে শনির দশায় খারাপ ফল ভোগ করতে হয়। সেই কারণেই শনির সাড়ে সাতি ও ধাইয়াকে ভয় পান সবাই। শনির সাড়ে সাতি ও ধাইয়া কোনও রাশির উপর পড়লে সেই রাশির জাতকদের খারাপ সময় শুরু হয়।


মঙ্গল


জ্যোতিষ অনুসারে মঙ্গল হল আগুন-গ্রহ। মঙ্গলের সঙ্গে রক্ত ও যুদ্ধের সম্পর্ক রয়েছে। মঙ্গলের শুভ প্রভাব যাঁদের উপর রয়েছে, তাঁরা অত্যন্ত সাহসী হন। এরা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে বীরত্বের পরিচয় দেন। আবার মঙ্গলের অশুভ প্রভাবের ফলে জাতকের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এরা নিজেদের সাহসকে সঠিক পথে চালনা করতে না পারলে অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়েন। এদের মধ্যে রাগের প্রাধান্য থাকে এবং ধ্বংসাত্মক কাজকর্ম করার দিকে ঝোঁক থাকে। অপরাধ করে জেলে যেতে হতে পারে এদের।


রাহু


জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ বলা হয়। তবে রাহু শুভ ও অশুভ - দুরকম ফলই দিতে পারে। রাহুর শুভ প্রভাবে যেমন জাতক রাজা হয়ে যেতে পারেন, তেমনই এর অশুভ দশায় খারাপ কাজে জড়িয়ে পড়েন জাতক। এই জাতকরা অন্যকে আর্থিক ভাবে প্রতারণা করেন। সেই কারণে এদের জেল-যাত্রা হতে পারে।


বন্ধন যোগের অশুভ দশা থেকে বাঁচার প্রতিকার


* জন্মছকে শনি, মঙ্গল ও রাহুর অশুভ যোগ থাকলে বজরংবলীর পুজো করুন। প্রতি মঙ্গলবার উপবাস রাখুন। এতে মঙ্গলের অশুভ দশা কেটে গিয়ে খারাপ কাজের থেকে থেকে মন সরে আসবে।


* প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। দরিদ্রদের কালো ডাল, কালো ছাতা এবং কালো কম্বল দান করলে শনির অশুভ প্রভাব কেটে যায়।


* মনের সব অন্ধকার দিককে আলোয় ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মহাদেব। তাঁর সব আরাধনা করলে মনের সব গ্লানি মুছে যায় এবং জন্মছকের সব দোষ কেটে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.