জন্মাষ্টমীতে গোপালের পুজো করুন নিজের রাশি অনুযায়ী, পূরণ হবে মনের সব ইচ্ছে



 ODD বাংলা ডেস্ক: এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ১৮ অগাস্ট। মনে করা হয় এদিনই রোহিনী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণের। শুধু মথুরা ও বৃন্দাবন নয়, গোটা দেশেই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মদিন পান করা হয়। ছোট্ট গোপালের জন্মদিনে তাঁর জন্য পালকি, দোলনা সাজানো হয়। মালপোয়া, তালের বড়া, তালের পায়েসের মতো শ্রীকৃষ্ণের পছন্দের নানা পদ তৈরি করে তাঁকে ভোগ দেওয়া হয় এদিন। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে রাশি অনুযায়ী কী ভাবে গোপালের আরাধনা করলে তিনি প্রীত হবেন। জেনে নিন বিভিন্ন রাশির জাতকরা কী ভাবে জন্মাষ্টমীতে গোপালের পুজো করবেন।


মেষ রাশি


মেষ রাশির জাতকরা লাল রঙের পোশাক পরিয়ে সাজান গোপালকে। তারপর তাঁকে মাখন ও মিছরির ভোগ নিবেদন করুন।



বৃষ রাশি


আপনি বৃষ রাশির জাতক হলে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে মাখন নিবেদন করুন। এতে আপনার সব সমস্যা কেটে যাবে।


মিথুন রাশি


মিথুন রাশির জাতকরা জন্মাষ্টমীতে কৃষ্ণকে চন্দনের তিলক পরান, তারপর দই নিবেদন করুন।


কর্কট রাশি


সাজা পোশাকে গোপালকে সাজান জন্মাষ্টমীতে। তারপর কেশর-দুধের ভোগ নিবেদন করুন।


সিংহ রাশি


আপনি সিংহ রাশির জাতক হলে জন্মাষ্টমীতে গোলাপী পোশাক সাজান গোপালকে। কপালে অশ্বগন্ধার তিলক পরিয়ে মাখন মিছরির ভোগ নিবেদন করুন।


কন্যা রাশি


কন্যা রাশির জাতকরা এদিন কৃষ্ণকে সবুজ রঙের কাপড় পরান। তারপর তাঁকে মেওয়া নিবেদন করুন।


তুলা রাশি


জন্মাষ্টমীতে কৃষ্ণকে গোলাপী কাপড় পরিয়ে ঘি নিবেদন করুন তুলা রাশির জাতকরা।


বৃশ্চিক রাশি


সিংহের জাতকরা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে লাল কাপড় পরান ও দই অথবা মাখন নিবেদন করুন।


ধনু রাশি


আপনি যদি ধনু রাশির জাতক হন তাহলে জন্মাষ্টমীতে গোপালকে হলুদ কাপড়ে পরিয়ে হলুদ রঙের কোনও মিষ্টি নিবেদন করুন।


মকর রাশি


গোপালকে নীল রঙের কাপড়ে সাজান মকর রাশির জাতকরা। এরপর মিছরি নিবেদন করে পুজো করুন।


কুম্ভ রাশি


যাঁরা কুম্ভ রাশির জাতক, তাঁরা জন্মাষ্টমীতে গোপালকে নীল রঙের কাপড় পরান এবং চন্দনের প্রলেপ লাগান। মালপোয়া নিবেদন করে পুজো দিন।


মীন রাশি


জন্মাষ্টমীতে গোপালকে হলুদ রঙের কাপড় পরান এবং কেশর বরফি নিবেদন করে তাঁর পুজো করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.