এই তিন লক্ষণেই সাবধান! সংসার ভেঙে যেতে পারে
ODD বাংলা ডেস্ক: সম্পর্কে নানা মোড় আসে। তা যদি দাম্পত্যের মধ্যে আসে, তবে সঙ্কটও বেশি হয়। আর তাই অন্য সম্পর্ক নষ্ট হওয়ার থেকেও বিয়ে ভাঙা নিয়ে বেশি চিন্তায় থাকেন কেউ কেউ। এই ভাবনার ভালো-মন্দ নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। তা চলতেও থাকবে।
কিন্তু সে সবের মধ্যেই জেনে রাখা দরকার নিজের বিয়ে ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা জানতে হবে। কৌশল থাকে অনেক রকম। কিন্তু সচেতন ভাবে খেয়াল করলে তিনটি লক্ষণ বলে দিতে পারে দাম্পত্যের স্বাস্থ্য কেমন আছে। সংসার ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা, তা-ও বোঝা যাবে এই লক্ষণগুল দেখে। চলুন তবে জেনে নেয়া যাক যে তিন লক্ষণ বলবে সংসার ভেঙে যেতে পারে সে সম্পর্কে-
> ঝগড়া হলেই কি তা একে অপরের নিন্দার দিকে গড়ায়? হয়তো সঙ্গী ঠিক জায়গায় ব্রাশ রাখতে ভুলে গেলেন, তখন তাকে বলে বসলেন, সবই ভুলে যাওয়া অভ্যাস তার। ১০ বছর আগে এক বার আপনার জন্মদিন ভুলে গিয়েছিলেন সঙ্গী, সে কথাও ঢুকে পড়ল ঝগড়ায়। যদি একে-অপরের নিন্দা না করে ঝগড়া এগিয়ে নিয়ে যেতে না পারেন, তবে বুঝতে হবে ক্ষত যথেষ্ট গভীর হয়ে গিয়েছে।
> একে-অপরকে সম্মান করতে পারেন না কি? ঘরে এবং বাইরে, একসঙ্গে কোনো কাজ করতে গেলেই সঙ্গীর কাছে অসম্মানিত হচ্ছেন? এ নিয়ে তবে ভাবা দরকার। সব সময়ে খুব বড় কোনো ঘটনা নয়, ছোট কিছুতেও বোঝা যায় পরিস্থিতি। হয়তো সঙ্গী আপনার বেতন নিয়ে মজা করলেন, অথবা আপনি সবাই সামনেই তার সাজপোশাক নিয়ে নিন্দা করলেন- এ সবও কিন্তু তার মধ্যেই পড়ে।
> ঝগড়া, আড্ডা সব থেমে গেলেও তা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ। হয়তো একটি সময় পর্যন্ত নিজেরা অনেক গল্প করতেন। কিন্তু এখন আর কথা বলার মতো কিছু পান না। একে অপরের কোনো কাজ পছন্দ না হলেও বলতে ইচ্ছে করে না। সবই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার লক্ষণ।
Post a Comment