ODD বাংলা ডেস্ক: বিক্রির নিরিখে টয়োটা ইনোভা এমপিভি ছুঁল নয়া মাইলফলক। জাপানি এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির থ্রি-রো মাল্টি পার্পাজ় ভেহিকলটি ভারতের ১০ লাখ পরিবারের পাকাপাকি সদস্য হয়ে গেল।গাড়ি প্রস্তুতকারক সংস্থা ইনোভা এখন ভারতে ইনোভা ক্রিস্টা নামেই পরিচিত, লেটেস্ট মডেলটির নাম এটাই রাখা হয়েছে। তবে নাম নতুন হলেও টয়োটা ইনোভা গাড়িটি ভারতে পুরাতন থ্রি-রো ভেহিকলগুলির অন্যতম। পাশাপাশি এই ক্যাটেগরিতে গাড়িটি ভারতে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির একটি।টয়োটা মোটর এই মুহূর্তে ইনোভা ক্রিস্টা এমপিভি গাড়িটি ভারতে মোট ১৮টি ভ্যারিয়েন্টে বিক্রি করা হয়। এই ফ্ল্যাগশিপ এমপিভি গাড়িটির দাম শুরু হচ্ছে ১৬.৫২ লাখ টাকায় এবং শেষ হচ্ছে ২৪.৫৯ লাখ টাকায় (এক্স-শোরুম)।
Post a Comment