১০ বার ফোন করলেও ধরেন না বাংলার মন্ত্রীরা, সংসদে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী
ODD বাংলা ডেস্ক: "আমরা ১০ বার ফোন করলেও, পশ্চিমবঙ্গের মন্ত্রীরা ফোন ধরেন না... এমনকি যাঁরা মন্ত্রীদের সঙ্গে আছেন, তাঁরাও মন্ত্রীদের মোবাইল নম্বর শেয়ার করতে ভয় পান। এটাই পরিস্থিতি।" বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় লোকসভায় একথা বলে তোপ দাগেন প্রতিমা। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন,'পশ্চিমবঙ্গে ফোন না ধরা এবং আমাদের কথা না শোনা, একটি অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে।' কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং অধীর চৌধুরীর এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।
Post a Comment