বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবার জ্যোতিষশাস্ত্র, ঘোষণা কর্তৃপক্ষের


ODD বাংলা ডেস্ক: শিক্ষায় গৈরিকরণের পথে আরও কয়েক ধাপ এগোল কেন্দ্র। এবার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু আচার-অনুষ্ঠান সংক্রান্ত একাধিক কোর্স। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে কোর্স দু’টি পড়ানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছে, বৈদিক অধ্যয়নের উপর ভিত্তি করে কোর্স দু’টি পড়ানো হবে বলে। নতুন কোর্সগুলির মধ্যে ধর্মীয় অনুশীলন, আচার এবং জ্যোতিষশাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন কোর্সগুলি চালু করার ইঙ্গিত দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.