বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীর কাছে জুতোপেটা খেলেন বিজেপি নেতা
ODD বাংলা ডেস্ক: বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরোনোই কাল হল উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার। কীভাবে যেন সেই খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝরাস্তায় স্বামীকে গাড়ি থেকে টেনে নামিয়ে তাকে জুতাপেটা করেন স্ত্রী। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম কটাক্ষ শুরু করেছে বিরোধীরা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের। ওই বিজেপি নেতার নাম মোহিত সোনকর। তিনি বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। নেতার স্ত্রীর দাবি, বেশ কিছুদিন আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন মোহিত। এদিন বান্ধবীকে নিয়ে গাড়িতে ঘুরতে বেরোন তিনি। সে খবর পেয়ে যান স্ত্রী। এরপর মাঝপথে গাড়ি থেকে বরকে নামিয়ে জুতোপেটা করেন তিনি। নেতার বান্ধবীও পার পায়নি। তাকেও জুতো দিয়ে বেদম মারধর করেন বিজেপি নেতার স্ত্রী ও শাশুড়ি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বউ ছাড়াও বিজেপি নেতাকে জুতো দিয়ে মারছেন তার শাশুড়ি এবং শ্বশুরবাড়ির পরিবারের আরও কয়েকজন। বিজেপি নেতার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা ছাড়াও ঘটনাস্থলে ছিলেন নেতার বিবাহিতা বান্ধবীর স্বামীও। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তিও নিজের স্ত্রীকে মারধর করেন ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দু’পক্ষকে থানায় নিয়ে যায় তারা। জানা গিয়েছে, বিজেপি নেতার স্ত্রী মণি সোনকর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে পুলিশ আধিকারিক অলোক সিং জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের পরে যাবতীয় বিষয় খতিয়ে দেখে তবেই এফআইআর দায়ের করা হবে।
অন্যদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চরম বিতর্ক শুরু হয়েছে গোটা উত্তরপ্রদেশে। স্বাভাবিক ভাবেই নেতার কাণ্ডে মুখ পুড়েছে রাজ্যের শাসক শিবিরের। মোহিত সোনকর এবং তাঁর দল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দলগুলি।
Post a Comment