'আপনি সব জিনিসের দাম বাড়িয়েছেন…' প্রধানমন্ত্রীকে চিঠি ৬ বছরের খুদের!


ODD বাংলা ডেস্ক:  মুল্যবৃদ্ধির জেরে বেড়েছে সমস্ত ধরনের সামগ্রীর দাম। বাদ যায়নি, পেন্সিল, ম্যাগীর মত জিনিসপত্রও। আর তাই নিয়েই বেজায় 'চিন্তিত' বছর ছয়েকের কৃতি দুবে- বছর ছয়েকের এই মেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ফেলেছে। সে লেখে, 'আমার নাম কৃতি দুবে। আমি ক্লাস 1-এ পড়ি। মোদীজি আপনি ব্যাপক দাম বাড়িয়েছেন। আমার পেন্সিল এবং রবারের দাম বেড়েছিল। এবার ম্যাগীর দামও বেড়ে গিয়েছে। আমার মা আমাকে নতুন পেন্সিল কিনে দিতে বললে বকাবকি করছে। আপনিই বলুন আমি এখন কী করব?' প্রধানমন্ত্রীকে সাফ লিখল বছর ছয়েকের ওই খুদে।কৃতির বাবা বিশাল দুবে একজন আইনজীবী। তিনি বলেন, 'এটা আমার মেয়ের মন কি বাত।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.