আসানসোল উপ নির্বাচনে জয়ী তৃণমূল, BJP-কে 'হারিয়ে' দ্বিতীয় স্থানে বামেরা
ODD বাংলা ডেস্ক: তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী CPIM-র শুভাশিস মণ্ডলকে ৫,৪৭৭ ভোটে পরাজিত করলেন৷ আসানসোল পুরভোটের গণনা শুরু হতেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী৷ তবে উল্লেখযোগ্যভাবে এদিন গণনার শুরু থেকেই দ্বিতীয় স্থানে ছিল CPIM৷ আর BJP চলে গিয়েছিল তৃতীয় স্থানে৷ বুধবার সকাল আটটা থেকে আসানসোল পুরভোটের গণনা শুরু হয়৷ ফল ঘোষণার পর দেখা যায়, তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী CPIM-র শুভাশিস মণ্ডলকে ৫,৪৭৭ ভোটে পরাজিত করেছেন৷ তবে BJP-কে সরিয়ে CPIM এর দ্বিতীয় স্থানে উঠে আসাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
Post a Comment