পণ্ডিতিয়ার আবাসনে বেনামে ফ্ল্যাট অর্পিতার? চলছে ইডি অভিযান, ফের মিলতে পারে টাকা?


ODD বাংলা ডেস্ক: দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ায় একটি ফ্ল্যাটে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র। মনে করা হচ্ছে, ওই ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় ব্যবহার করতেন। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডে‘ ফোর্ট ওয়েসিস’ নামে অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে নজর পড়েছে ইডির। কারণ, ইডি সূত্রে খবর, ওই আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও খাতায়কলমে ফ্ল্যাটটি অন্য এক ব্যক্তির নামে। তাঁর কোনও হদিস এখনও পাওয়া যায়নি।টালিগঞ্জ, বেলঘরিয়ার মতোই পণ্ডিতিয়ার ফ্ল্যাটেও কি মিলবে টাকার বান্ডিল! জল্পনা তুঙ্গে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.