অর্পিতার একাধিক ‘নেল আর্ট শপে’ পৌঁছল ইডি, তালা ভেঙে চলছে তল্লাশি


ODD বাংলা ডেস্ক: বরানগরে একটি ‘নেল আর্ট শপ’ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই যে দোকান বন্ধ। মঙ্গলবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি দল পৌঁছে যায় সেখানে। ডাক পড়ে স্থানীয় চাবিওয়ালার। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তালা কেটে ভিতরে ঢুকতে পারে ইডি। অন্য দিকে, দক্ষিণ কলকাতার লেক ভিউ রোডেও অর্পিতার একটি নেল আর্ট শপে পৌঁছন ইডি আধিকারিকরা। চাবিওয়ালাকে প্রাপ্য দিয়ে বিদায় করে দোকানের শাটার নামিয়ে ভেতরে ঢোকে ইডি। বাইরে পাহাড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একই ভাবে আনন্দপুর এলাকার মাদুরদহে ফ্ল্যাট ঘুরে ইডির আর একটি দল পৌঁছয় লেক ভিউ রোডে। সেখানে আরও একটি নেল আর্ট শপ রয়েছে অর্পিতার বলে দাবি ইডির। সেই দোকানও বন্ধ। দোকান খোলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

ed-raided-in-arpita-mukherjees-baranagars-nail-art-shop

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.