কিছু ক্ষণের মধ্যেই আদালতে পার্থ-অর্পিতা, জামিন কি মিলবে?
ODD বাংলা ডেস্ক: আর কিছু ক্ষণের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হবে আদালতে। এসএসসি দুর্নীতি মামলায় গত ১০ দিন ধরে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।ইডি সূত্রে খবর গত দশদিনে পার্থকে অনেক প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। জানা গিয়েছে, পার্থ ইডিকে ইঙ্গিত দিয়েছেন সময় এলেই সব বলবেন। কিন্তু দশদিনের হেফাজতে সেই ‘সময়’ আসেনি বলেই ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে সঠিক সময়ের জন্য, ইডি আদালতে আরও সময় চাইতে পারে।
Post a Comment