শনিবার থেকে নতুন বিপদ! দক্ষিণবঙ্গ নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এক সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজও মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গে। পশ্চিমের চার-পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও আজ মূলত মেঘলা আকাশ। বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে। শুক্রবার থেকে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। শনিবারে উত্তর বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। রবিবার ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.