নিম্নচাপের ভ্রূকুটি, ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির পূর্বাভাস


ODD বাংলা ডেস্ক: রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ৮ থেকে ১১ তারিখ কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। মৌসুমী বায়ুও সময়ের থেকে অপেক্ষাকৃত দেরিতে প্রবেশ করেছে। এরপর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি যার জেরে হতে পারে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবেই ব্যাপক বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। একদিকে যেমন চাষের ক্ষতি হচ্ছে, তেমনই গরমে রীতিমতো নাজেহাল দশা সাধারণ মানুষের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগের উপর তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলাতেও। ৯ এবং ১০ তারিখও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।  এর মধ্যে  ১০ অগাস্ট অর্থাৎ বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতাকেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দিঘা, মন্দারমনি সহ উপকূলবর্তী এলাকায় পর্যটকদের জন্যও জারি করা হয়েছে বিশেষ নিষেধাজ্ঞা। বৃষ্টিপাত হলে ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

নিম্নচাপের জেরে মঙ্গল এবং বুধবার উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা বলেই জানা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যে ট্রলারগুলি এই মুহূর্তে সমুদ্রে রয়েছে সেগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনও জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার দরুন বাড়বে অস্বস্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.