‘শীঘ্রই খুলবে চাকরির জট’, TET উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

ODD বাংলা ডেস্ক: SSC-র পর টেটের জট খুলতেও উদ্যোগী রাজ্য শিক্ষাদপ্তর। বুধবার বিকাশ ভবনে টেট উত্তীর্ণদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। আইনের পথে হেঁটে খুব শীঘ্রই চাকরির জট খোলার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রীও। সোমবার চাকরিপ্রার্থীরা লিখিতভাবে তাঁদের দাবিদাওয়া জানাবেন বলে খবর। ১৬ হাজারের বেশি পদে নিয়োগের ব্যবস্থা শুরু করেছিল শিক্ষাদপ্তর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেখানে দ্রুত নিয়োগের দাবিতে আন্দেোলন করছেন চাকরিপ্রার্থীরা। সেইসমস্ত দাবিদাওয়া এদিন শিক্ষামন্ত্রীকে জানান তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.