উৎসবের মরশুমে বায়ুদূষণের কাঁটা, জরুরি বৈঠক ডাকলেন পরিবেশমন্ত্রী


ODD বাংলা ডেস্ক: বায়ু দূষণের মোকাবিলায় ব্যবস্থা নিতে এবার বৈঠক ডাকল রাজ্য সরকার৷ আগামিকাল দূষণ প্রতিরোধে পরিবেশমন্ত্রী মানস ভুইয়াঁ বৈঠক করবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে৷ সেখানে ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুরসভার আধিকারিকদের। বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে কলকাতা শহর দিল্লির পরেই রয়েছে। সাম্প্রতিক সময়ে এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এই তথ্য তুলে ধরেছে৷ ফলে উৎসবের মরশুমেই গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তাই দূষণ প্রতিরোধে আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়েই চলছে আলোচনা। আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে বাতাসে ভাসমান সুক্ষ্ম ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫-এর উপস্থিতির সংখ্যা বেড়েছে কলকাতায়। ফলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের হাল বেহাল। বিশেষত ডিজেলচালিত গাড়ির দূষণ ও নির্মাণ কাজের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.