ভুলেও কালো ছাতা নয়, ১ সেপ্টেম্বরের পুজো মিছিলে ১৭ দফা নির্দেশ নবান্নের
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা গাইডলাইনের ৪ নম্বর পয়েন্টে বলা হয়েছে,পদযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন ছাতা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। কালো রঙের ছাতা পদযাত্রায় ব্যবহার করা যাবে না। যা দেখে অনেকেই বলছেন, বৃষ্টি হোক বা কড়া রোদ- পয়লা সেপ্টেম্বর পুজোর শোভাযাত্রায় রঙিন হবে রাজ্যের সব জেলা শহর।
জেলায় জেলায় বর্ণাঢ্য পদয়াত্রায় অংশ নেবেন স্কুল পড়ুয়া এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারও। তা নিয়েও নির্দিষ্ট গাইড লাইন দিয়েছে নবান্ন। জেলার বিভিন্ন স্কুলে থেকে কমপক্ষে ১০০০-১৫০০০ পড়ুয়া মিছিলে অংশ নেবেন। স্কুলের পোশাকেই মিছিলে আসবেন ছাত্র-ছাত্রীরা। লক্ষ্মীর ভাণ্ডার এবং জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও থাকবেন মিছিলে। এদের প্রত্যেকের জন্য ন্যূনতম দু’বার টিফিনের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট দফতরকে। পদযাত্রায় অংশ নেওয়া অন্য সংগঠনগুলিকে নিজেদের সদস্যদের জন্য টিফিনের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন।
Post a Comment